দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপি অদ্বৈত মেলা শুরু

কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপি অদ্বৈত মেলা। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল হক, সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।প্রধান অতিথির বক্তব্যে রা.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম ছিল ঋত্বিক ঘটরের ছবির ভীত। তিতাস একটি নদীন নাম বিশ্বমানের উপন্যাস, সেই উপন্যাসে মালুপাড়ার জেলেদের জীবনের চিত্র ফুঁটে ওঠেছে। অদ্বৈত মল্লবর্মণ ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের তার অগ্রসর চিন্তাকে ধারণ করতে হবে। তিনি বলেন, আমাদের লোকজ সংস্কৃতিকে পশ্চাৎমুখী করে রাখলে হবে না সংস্কৃতিকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন মেলায় থাকছে লোক গানের আসন, কবি সম্মেলন ও কবিতা আবৃত্তি। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এ অদ্বৈত মেলা।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

Advertisement