খেলাধুলা

আমিরকে স্বাগত জানালেন আফ্রিদি

ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ফিরেছেন। আর আমিরের এই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের টুইটার এ্যাকাউন্টে এ প্রসঙ্গে আফ্রিদি লিখেন, `আমাদের এখন সামনে এগিয়ে যাবার সময় চলে এসেছে। আমিরের এই ফেরা তারই প্রমাণ। আশা করবো পূর্ণ মনোযোগ ও প্রতিশ্রুতি দিয়ে সে জাতীয় দলের প্রতি অবদান রাখতে পারবে। সে ফেরায় আমি দারুন খুশী।`পরে গণমাধ্যমে আফ্রিদী আরো জানিয়েছেন ইংল্যান্ডে তদন্ত কমিটির সামনে প্রথমবারই আমির স্পট ফিক্সিংয়ে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিল। আর এ ব্যপারে সে ক্ষমাও চেয়েছে।এই অপরাধে আমিরকে পাঁচ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। তবে আমিরের এই ফেরা জাতীয় দলের কয়েকজন সতীর্থ খুব একটা ভালে চোখে দেখেননি যার মধ্যে আজহার আলী, মোহাম্মদ হাফিজ অন্যতম। আফ্রিদি অবশ্য সতীর্থ খেলোয়াড়দের এই মনোভাবও আস্থার চোখেই দেখছেন। তার মতে স্পট ফিক্সিংয়ের ঐ ঘটনায় পাকিস্তানি ক্রিকেট দারুণ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে অধিনায়ক হিসেবে আফ্রিদি মনে করেন সাবেক খেলোয়াড়, সমলোচক, ক্রিকেট বিশেষজ্ঞদের এখন আমিরের এই ফেরাকে স্বাগত জানানো উচিত।এমআর/এমএস

Advertisement