চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকার বখতিয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রপাত হওয়া এ আগুন নিয়ন্ত্রণে এলেও রাত পৌনে ৮টার দিকে শেষখবর পাওয়া পর্যন্ত পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ বালুচরা এলাকা আগুন লাগার তথ্য পায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের হাটহাজারী ও বায়েজিদ ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে রওনা দেয়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো আগুন নির্বাপণের কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জাগো নিউজকে বলেন,‘আগুন নির্বাপণে এখনো কাজ চলছে। পুরোপুরি নির্বাপণের পর কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত করা হবে।’
Advertisement
মিজানুর রহমান/এমএএইচ/জেআইএম