ক্যাম্পাস

জাবিতে শিক্ষকের গাড়ির সঙ্গে শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদের ব্যক্তিগত গাড়ি ও লোকপ্রশাসন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন সেতুর মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্র জানায়, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ সমাজবিজ্ঞান ভবন থেকে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) নিয়ে বের হন। এসময় অন্যদিক থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসাইন সেতুর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের কুলসুম জামান মুক্তা গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ ডেইরি গেটের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ছাত্রী হলের দিক থেকে আসছিল। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

Advertisement

এ বিষয়ে সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ বলেন, ‘পার্কিং থেকে গাড়িটা ঘুরিয়ে মূল রাস্তায় উঠবো, এমন সময় উচ্চগতিসম্পন্ন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির বাম্পারে ঢুকে যায়। এতে চালকের কিছু না হলেও সাঙ্গে থাকা মেয়েটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানোসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।’

মোটরসাইকেল চালক ইমরান হোসাইন সেতু বলেন, ‘স্যারের গাড়ি সেখানে থামানো ছিল। আমি ধীরগতিতে যাচ্ছিলাম। স্যার হঠাৎ উচ্চগতিতে গাড়ি চালাতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।’

তবে ড্রাইভিং লাইসেন্স আছে কি-না জানতে চাইলে সংযোগ কেটে দেন সেতু।

এসআর/জেআইএম

Advertisement