ধর্ম

মুমিনের মৃত্যুর পরও যে ৭ কাজে মিলবে সওয়াব

মুমিনের মৃত্যু পরবর্তী জীবনের জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া চমৎকার সুসংবাদ। দুনিয়ায় এমন ৭টি কাজ আছে, যা করলে মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে থাকবে সাওয়াব। কিন্তু সেই ৭টি নেক আমল বা কাজ কী?

Advertisement

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য এমর্মে সুসংবাদ ঘোষণা করেছেন যে, তারা যদি দুনিয়াতে ৭টি কাজ যথাযথভাবে করে তবে মৃত্যুর পরও তাদের আমলনামায় সাওয়াব বা প্রতিদান যোগ হতে থাকবে। তাহলো-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সাওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে, তাহলো-

১. ইলম বা জ্ঞান : যা সে শিখেছে এবং প্রচার করেছে;

Advertisement

২. নেক সন্তান : যাকে সে দুনিয়ায় রেখে গেছে;

৩. কুরআন : যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে;

৪. মাসজিদ : যা সে নির্মাণ করে গেছে;

৫. মুসাফিরখানা : যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে;

Advertisement

৬. কূপ বা ঝর্ণা : যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং

৭. দান-খয়রাত : যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধন- সম্পদ থেকে দান করে গেছে।

মৃত্যুর পরও এসব নেক কাজের সাওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।’ (ইবনু মাজাহ, ইবনু খুজায়মা, মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সম্ভব হলে হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী উল্লেখিত ৭টি কাজ যথাযথভাবে আদায় করা। হাদিসের উপর আমল করা। পরকালের জীবনে সুখ-শান্তির পথ উন্মুক্ত করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত কাজগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন। পরকালের শান্তি ও মুক্তির পথ সুনিশ্চিত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম