দেশজুড়ে

ভোলায় রান্নাঘর থেকে চন্দ্রবোড়া উদ্ধার

ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছেন স্থানীয়রা।

এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে সাপটি উদ্ধার হয়।

ভবানীপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মতিন জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে মুন্সি বাড়ির সফিউল্লাহ মিয়ার ঘরে রান্নার সময় বিষধর সাপটি দেখতে পায়। পরে স্থানীয় মো. রাকিব হোসেন সাপটি বস্তায় ভরে রেখে বন বিভাগকে খবর দেন। শনিবার সকালে বন বিভাগের লোক সাপটি নিয়ে যায়।

Advertisement

ভোলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, উদ্ধার সাপটি রাসেল ভাইপার। শনিবার দুপুরে গভীর বনে সাপটি অবমুক্ত করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এমএস