নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল জ্যাকসন হাইটসের প্রধান দুটি সড়ক। থার্টি সেভেন এভিনিউর ৭৩ এবং ৭৪ স্ট্রিট নগরীর প্রধান সড়কে ঢোলের বাজনা, লাল সবুজের পতাকা ও বেলুন দেখে ভিনদেশি মানুষ উৎসুক হয়েছেন।
Advertisement
অংশগ্রহণকারীদের প্রশ্ন করে কেউ কেউ জেনে নিয়েছেন বাংলাদেশের বিজয়ের ৫০ বছরের গৌরবোজ্জ্বল কথা। প্রবাসী বাঙালিরা শোভাযাত্রা দেখে যুক্ত হয়েছেন দোকানপাট ও রেস্তোরাঁ থেকে।
মুজিববর্ষ ও বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় এ আয়োজন করে বাংলাদেশ ক্লাব ইউএসএ। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দারের সঞ্চালনায় ক্লাব সভাপতি নুরুল আমিন বাবু বলেন, বাংলাদেশ ৫০ বছরে অভূতপূর্ণ উন্নয়ন করেছে।
এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীদের প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিহত করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে তাদেরকে রুখে দিতে হবে।
Advertisement
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের নির্বাহী সদস্য আবদুল হামিদ। নাট্যকর্মী গোপাল সান্যাল। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক গাজী লিটন। যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসাইন ও জাহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রণেল ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। তরুণ ব্যবসায়ী তৌহিদ রনি। বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সক্রিয় নেতা হেলাল মিয়া, ফাহিম, সোহাগ এবং জুবায়ের।
এমআরএম/এমএস
Advertisement