খেলাধুলা

পিএসএল থেকে তিন ইংলিশ ক্রিকেটারের নাম প্রত্যাহার

প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে গুরুত্বপূর্ণ তিন ইংলিশ ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ায় এ তিন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নাম প্রত্যাহার করা তিন খেলোয়াড় হলেন ফাস্ট বোলার ক্রিস জর্ডান, জেমস ভিন্স এবং স্যাম বিলিংস। পেশোয়ারের জর্ডান, করাচির ভিন্স এবং ইসলামাবাদের বিলিংস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরেজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন।সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪-২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে পিএসএলের প্রথম আসর। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ ফেব্রুয়ারী।এমআর/এমএস

Advertisement