আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
করোনায় আরও ৬৫৪৯ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৬ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৩১ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৪ লাখ ৮২ হাজার ৬০৫ জন। এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৫২ হাজার ৫৮১ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪৮৫ জনে। এছাড়া সর্বমোট সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।
ইউকে-অস্ট্রেলিয়া মুক্তবাণিজ্য চুক্তি সই, ব্যবসা ছাড়াবে ১৩শ কোটি
Advertisement
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশ দুটির মধ্যে এ চুক্তি হয়। শুল্ক বাতিল করা, কৃষিখাত উন্মুক্ত করা ও পরিষেবা খাত সংশ্লিষ্টদের চলাচল সহজ করা এ চুক্তির প্রধান লক্ষ্য। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ১ হাজার ৩৩০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
জাপানের ওসাকায় একটি ৮ তলা ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। দুর্ঘটনার কবলে পড়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই ফ্লোরে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
কিম জং উনের ১০ বছর
Advertisement
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার আসনে ১০ বছর ধরে বসে আছেন কিম জং উন। ২৭ বছর বয়সে দেশের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এই সময়ের মধ্যে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। কখনও আলোচিত, কখনও সমালোচিত, কখনও বা জনপ্রিয়তার শীর্ষে থেকেছেন কিম। আসলেই কি তার নেতৃত্ব চমকপ্রদ নাকি অন্য কোনো কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে উত্তরসূরীদের কাছ থেকে ক্ষমতার আসন পেলেও নিজেই এখন অন্যভাবে চিনিয়েছেন বিশ্বকে।
২০১১ সালের ১৯ ডিসেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। মৃত্যুকালে কিম জং ইলের বয়স হয়েছিল ৬৯ বছর। এরপর বাবা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ২৮ ডিসেম্বর নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন কিম জং উন।
বাবার অসুস্থতায় যুবরাজ সালমানই এখন সৌদির ‘অঘোষিত বাদশাহ’
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অসুস্থতার খবর নতুন নয়। বয়স ৮৬ বছর হয়েছে বলে কথা! এই বৃদ্ধ বয়সে খুব বেশি কাজের চাপ নিতে পারেন না তিনি। আর করোনাভাইরাস মহামারি শুরুর পর তো প্রায় অন্তরালেই চলে গেছেন বাদশাহ সালমান। গত দু’বছরে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি তাকে। এ অবস্থায় রাজশাসনের গুরুদায়িত্ব সামলাচ্ছেন মূলত তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলা যায়, বাবার অসুস্থতায় তিনিই হয়ে উঠেছেন সৌদি আরবের ‘অঘোষিত বাদশাহ’।
উইঘুরদের এলাকা থেকে পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
চীনের উইঘুর অধ্যুষিত অঞ্চল থেকে আগে থেকেই পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। তবে সেখান থেকে পণ্য আমদানির ওপর একটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বিলে বলা হয়, কোম্পানিগুলোকে প্রমাণ দেখাতে হবে যে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি। অর্থাৎ পণ্য উৎপাদনে চীন সেখানকার শ্রমিকদের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এরকম প্রমাণ দেখাতে হবে।
ওমিক্রনের বাড়বাড়ন্তে ভারতে ফের সতর্কতা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে ভারতে। এরই মধ্যে দেশটিতে ওমিক্রন রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এতে ভারতের ১৯টি জেলাকে ‘সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আবারও সতর্কতা জারি করেছে দেশটি।
ইলেকট্রনিক্স পণ্যের সুবাদে সিঙ্গাপুরের রপ্তানি বেড়েছে
সিঙ্গাপুরের বিশেষায়িত যন্ত্রপাতি, পেট্রোকেমিক্যালস ও প্রাথমিক রাসায়নিকের মতো নন-ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি বেড়েছে। গত এক বছর ধরে দেশটির রপ্তানি বাড়ছে। নভেম্বরেও এই ধারা অব্যাহত ছিল। সিঙ্গাপুরে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের বাজার। এ পণ্য দেশটির মোট রপ্তানি বাড়াতে সাহায্য করছে। জানা গেছে, সিঙ্গাপুরের নন-অয়েল ডমেস্টিক রপ্তানি (এনওডিএক্স) চলতি বছরের নভেম্বরে বেড়েছে ২৪ দশমিক দুই শতাংশ। গত ১০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। অক্টোবরে যার পরিমাণ ছিল ১৭ দশমিক আট শতাংশ। ২০১২ সালের ফেব্রুয়ারিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছিল ৩০ দশমিক তিন শতাংশ।
ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১২
ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে ব্যাপক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে গ্রাম। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষ অন্যত্র সরে গেছে। এটি মূলত ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে।
ওমিক্রনের জেরে বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের বার-রেস্তোরাঁ
করোনা নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যজুড়ে। সম্প্রতি করোনা আক্রান্তের হারেও রেকর্ড ছুঁয়েছে দেশটি। শুরুর দিকের মতোই প্রকট আকার ধারণ করছে করোনা মহামারি। এমন পরিস্থিতিতে দেশটির ব্যবসা-বাণিজ্য আবার বন্ধ হয়ে যাচ্ছে। তবে তা সরকারের কোনো নির্দেশে বা বিধিনিষেধের জেরে নয়। কোম্পানিগুলো নিজ উদ্যোগেই ধীরে ধীরে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এমএসএম/এএসএম