ধাঁধা :১. ‘আচ্ছা বলতো কোন জিনিস রাজশাহী থেকে ঢাকা চলে গেছে অথচ বিন্দুমাত্র নড়াচড়া করে নাই।’২. ‘আমার মার ফেলে আমের ফেল আ, রাখালের খাল ফেলে লবণ দিয়ে খা।’৩. ‘আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত?’৪. ‘আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে রউ (রক্ত), যে না বলতে পারে সে পাগলের বউ।’উত্তর :১. আমের পোকা২. আমড়া৩. আকাশ৪. কালো জামএসইউ/এমএস
Advertisement