দেশজুড়ে

বিজয়ের অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, বাজানো হলো হিন্দিগান

জামালপুরের সীমান্তবর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। মধ্যরাত পর্যন্ত হিন্দিগান বাজিয়ে অশ্লীল এ নৃত্য পরিবেশন করা হয়। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজিয়ে এমন নৃত্য পরিবেশন করায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়নের রাজারহাট খোলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দিগানের তালে পালাক্রমে নাচতে শুরু করে দুই কিশোরী। তাদের সঙ্গে নাচে যোগ দেন মঞ্চের ওপরে ও সম্মুখ সারির দর্শকরা। ভিডিওটি এমডি মামুন হৃদয় নামের এক ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়।

৮ মিনিট ৪০ সেকেন্ডের প্রথমদিকের ভিডিওতে দেখা যায়, মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হিন্দিগানের তালে তালে নৃত্য পরিবেশন করছে এক কিশোরী। আর প্যান্ডেলভর্তি উপস্থিত এলাকার বয়স্ক ব্যক্তি, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও ছাত্রছাত্রীরা। এসময় প্যান্ডেলের সম্মুখসারিতে ও মঞ্চের ওপরে উঠে কিছু কিশোর গানের তালে আনন্দ করতে থাকে। কেউ কেউ টাকা ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Advertisement

এ দৃশ্যের ভিডিও ধারণকারী মো. মামুন হৃদয় জাগো নিউজকে বলেন, ‘শুধু আমি না, আমার মতো আরও অনেকে ভিডিও ধারণ করেছে। তারা দেখাইতে পারলে আমি ভিডিও করতে পারবো না কেন?’

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলেছে। শুনেছি মারামারিও হয়েছে। বিজয় দিবসে এমন নৃত্য আমাদের কষ্ট দিয়েছে।’

জানতে চাইলে অনুষ্ঠানের সভাপতি ১ নম্বর বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আল ফরিদ জাগো নিউজকে বলেন, ‘উদ্বোধনের পরপরই আমি চলে আসি। তাই এ বিষয়টি আমি জানি না। তবে হিন্দিগানের তালে নৃত্য হয়ে থাকলে তা অবশ্যই দুঃখজনক।’

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক জাগো নিউজকে বলেন, ‘আমরা এটা সমর্থন করি না। তাছাড়া এ বিষয়ে আমাদের কোনো অনুমতিও নেওয়া হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

মো. নাসিম উদ্দিন/এসআর/এএসএম