ফিচার

বাণী-বচন : ০২ জানুয়ারি ২০১৬

অকৃতকার্যতা আমরা যখন কর্তব্যকর্মে অবহেলা দেখাই কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃতকার্যতা আসে। -ডেল কার্নেগীএকবার না পারিলে দেখ শতবার। -প্রবাদজীবনে যে অকৃতকার্য হয় নাই সে কোনোদিন সম্পদশালী হতে পারবে না। -সিএইচ স্পারশন আমরা যখন আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য ভুলে গিয়ে বিপথগামী হই তখনই সত্যিকারের অকৃতকার্যতা আসে। -জ্যুকুলিন মিলারপ্রবাদঅন্ধের কিবা রাত্রি দিন অর্থ : সকল অবস্থা তুল্যমূল্য-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস

Advertisement