বরিশালে স্বামী আয় রোজগার না করায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ (২৫)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত গৃহবধূর নাম রিয়া মনি। তিনি ওই গ্রামের কামাল সেরনিয়াবাতের মেয়ে ও সবুজ হাওলাদারের স্ত্রী।
রিয়ার স্বজনরা জানান, পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের আলতাব হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সবুজ কোনো কাজ করতেন না। বিয়ের পর উপার্জনের জন্য চেষ্টাও করেননি। এ কারণে দুই বছর আগে সবুজকে বাড়ি থেকে তার বাবা-মা বের করে দেন। রিয়া তখনও সন্তানকে নিয়ে ধানডোবা গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন।
এর কিছুদিন পর রিয়া সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সবুজ মাঝেমধ্যে শ্বশুরবাড়ি যেতেন। তবে উপার্জনের কথা বলতে গেলেই রিয়ার সঙ্গে ঝগড়া বেধে যেতো সবুজের। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রিয়া। বৃহস্পতিবার দুপুরে রিয়া সবার অগোচরে ঘরের মধ্যে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রিয়া ও সবুজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সুবজ অলস প্রকৃতির। তিনি কোনো কাজ করেন না। এ নিয়ে রিয়ার সঙ্গে সবুজের পারিবারিক কলহ চলছিল।
তিনি আরও জানান, বিকেলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইফ আমীন/এসআর/এএসএম
Advertisement