খেলাধুলা

রেস্টুরেন্টে খেতে গিয়ে বড় ঝামেলায় অসি অধিনায়ক

দীর্ঘ ৬৫ বছর পর পেসার হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাওয়া, অধিনায়কত্বের প্রথম ম্যাচেই ফাইফার নিয়ে রেকর্ড গড়া এবং ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে অ্যাশেজের উড়ন্ত সূচনা- প্যাট কামিনসের বৃহস্পতি ছিল তুঙ্গে। কিন্তু এক ম্যাচের বেশি সইলো না সেটি। ছিটকে গেলেন পরের ম্যাচ থেকে।

Advertisement

এতে অবশ্য কামিনসের দায় খুব অল্পই। যথাযথ নিয়ম মেনেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এ ডানহাতি পেসার। কিন্তু তার কি আর জানা ছিল, সেই রেস্টুরেন্টের এক পরিবেশক করোনাভাইরাসে আক্রান্ত! যে কারণে কাছাকাছি সংস্পর্শ হিসেবে গণ্য করে তাকে পাঠানো হয়েছে সাতদিনের আইসোলেশনে, খেলতে পারবেন না অ্যাডিলেইড টেস্টে।

অদ্ভুত হলেও সত্যি। রেস্টুরেন্টে খেতে গিয়ে বড়সড় ঝামেলায়ই পড়েছেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক কামিনস। তার জায়গায় অ্যাডিলেইডে দিবারাত্রির টেস্টে অসিদের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়কত্ব করবেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড।

বুধবার রাতে দুই সতীর্থ মিচেল স্টার্ক ও নাথান লিয়নের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেতে যান কামিনস। যেখানে তার পাশের টেবিলে পরিবেশকের দায়িত্বে থাকা ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়ে। তা জানার পর সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ত্যাগ করেন কামিনস এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি।

Advertisement

তৎক্ষণাৎ করা পিসিআর টেস্টে নেগেটিভই আসে কামিনসের। তবু সতর্কতাস্বরুপ তাকে সাতদিন আইসোলেশনেই থাকতে হবে। এরপর নেগেটিভ আসার শর্তে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। কামিনসের সঙ্গে স্টার্ক ও লিয়ন সেই রেস্টুরেন্টে গেলেও, তারা বসেছিলেন বাইরে। তাই ক্যাজুয়াল কন্ট্যাক্ট হিসেবে তাদের খেলার অনুমতি দিয়েছে সাউথ অস্ট্রেলিয়া সরকার।

অ্যাডিলেইড টেস্ট থেকে কামিনসের ছিটকে যাওয়ার ফলে একাদশে দুই পেসার বদলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আগেই জশ হ্যাজলউডের জায়গায় নেওয়া হয়েছিল ঝাই রিচার্ডসনকে। এবার কামিনসের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন অনভিষিক্ত পেসার মাইকেল নেসার।

অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামিনস লিখেছেন, ‘ম্যাচটি মিস করায় খুবই আফসোস হচ্ছে। তবে নেসারকে অবশেষে ব্যাগি গ্রিন পেতে দেখে ভালো লাগছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং অনেক স্কিলফুল খেলোয়াড়।’

এসএএস/

Advertisement