রাজশাহীর পুঠিয়ায় থার্টি ফাস্ট নাইটে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম হাসিবুর রহমান। তিনি উপজেলার গণ্ডগোহালী গ্রামের আব্দুল মতির ছেলে। বৃহস্পতিবার থার্টি ফাস্ট নাইটে হাসিবুর রহমান নিজ শয়নকক্ষে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। এরপর শুক্রবার সকালে তার পরিবারের লোকজন বিষয়টি টের পান। পরে বেলা ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, হাসিবুরের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে থার্টি ফাস্ট নাইটে ওই মেয়ের উপর অভিমান করে হাসিবুর আত্মহত্যা করেন।শাহরিয়ার অনতু/এমজেড/এমএস
Advertisement