দেশজুড়ে

৩ লাখে বিক্রি হলো এক লাল পোয়া

কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার এক জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি পোয়া মাছ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।

Advertisement

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ধরা পড়ে মাছটি।

ট্রলারের মালিক আবু ছৈয়দ জানান, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল থেকে জেলেরা প্রতিদিনের মতো সাগরে মাছ শিকারে যান। জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি। রাতে কৈয়ারবিল সমিতির রোডে মাছটি আনা হলে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে বুধবার বিকেলে মাছটি তিন লাখ টাকায় বিক্রি করা হয়।

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, এই ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। তবে চলতি সপ্তাহে আরও কয়েকটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে জানান তিনি।

Advertisement

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম