বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দিদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
Advertisement
এতে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার।
কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জাগো নিউজকে বলেন, কারাগারে হাজতি ও কয়েদি মিলে এক হাজার ৩১০ বন্দি আছেন। আজ থেকে তাদের সিনোফার্মের সিনোভ্যাক টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন ৬০০ জন বন্দিদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে কারাগারের সব বন্দিকে টিকার আওতায় আনা হবে।
সাইফ আমীন/এসজে/এএসএম
Advertisement