অর্থনীতি

দেশপ্রেমিকের খোঁজে ‘প্রাণ চিনিগুড়া আমার যত্নে আমার দেশ’

বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেমিকের খোঁজে প্রথমবারের মতো ‘প্রাণ চিনিগুড়া আমার যত্নে আমার দেশ’ বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে ‘প্রাণ’।

Advertisement

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে শুরু হবে মাসব্যাপী এ কার্যক্রম।

দেশের আনাচে কানাচে কাজ করে যাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খুঁজে এনে তার মধ্য থেকে নির্বাচিতদের বিশেষ সম্মাননা দেওয়া হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে।

বুধবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রাণ-এর পরিচালক ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।

Advertisement

নিজের পেশাদারিত্ব থেকে দেশকে ভালোবেসে স্বেচ্ছায় শ্রম দিয়ে যারা নিঃস্বার্থভাবে বিশেষ অবদান রেখেছেন, এ ক্যাম্পেইনে তারা অংশ নিতে পারবেন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এর নিবন্ধন ও অংশগ্রহণ কার্যক্রম। যাচাই বাছাই শেষে ৩০ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে।

দেশ সেবায় বিশেষ অবদান রাখা এসব ব্যক্তিদের নিয়ে ২৫ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জাগো নিউজে বিশেষ প্রতিবেদন ও ফিচার প্রকাশ হবে। পরে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের নিয়ে জাগো এফএম ৯৪.৪ এ বিশেষ লাইভ অনুষ্ঠান সম্প্রচার হবে। নির্বাচিত পাঁচজনকে প্রাণ চিনিগুড়ার পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ কার্যক্রম প্রতিবছর ধারাবাহিকভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এ ব্যাপারে প্রাণ-এর পরিচালক ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মানুষ দেশের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে তুলে আনার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে এই ক্যাম্পেইন। বাংলাদেশে প্রাণই প্রথম এধরনের উদ্যোগ নিয়েছে।

এমআইএস/কেএসআর/জেআইএম

Advertisement