রাজনীতি

নতুন করে লড়াইয়ের আহ্বান ফখরুলের

গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে নতুন করে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশের মানুষ নতুন নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। তবে এজন্য লড়াই করতে হবে। বন্ধ ঘরে স্লোগান দিয়ে নয়। গণতন্ত্র রক্ষায় লড়াই নতুন করে শুরু করতেই হবে।বিএনপির এই নেতা বলেন, ইতোপূর্বে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশকে পড়তে হয়নি। প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির কারণে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার ও একদলীয় শাসন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পরাজিত করতে হবে। নতুন বছরে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হবে।ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এমএম/এসকেডি/এমএস

Advertisement