বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যাকে (জেসমিন মালিকা ও লাইলা লিনাকে) সঙ্গে নিয়ে গুলশানের বাসায় ফিরলেন এরিকো।
Advertisement
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের আইনজীবীর কক্ষ থেকে মায়ের সঙ্গে বের হয়ে যায় তারা। এ সময় শিশুদের সঙ্গে থাকা আইনজীবী মো. সাদ্দাম হোসেন জাগো নিউজকে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর মায়ের সঙ্গে যাচ্ছে ওই দুই কন্যা।
আইনজীবী সাদ্দাম হোসেন আরও বলেন, আপিল বিভাগ আজ এক আদেশে বলেছেন, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত দুই কন্যাশিশু তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে। তবে বাবা ইমরান শরীফ এইসময়ে স্বাধীনভাবে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়া এসময় শিশুদের স্কুলে যেতে কোনো বাধা থাকবে না।
দুই শিশুকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিল শুনানির ধারাবাহিকতায় বুধবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগ এমন আদেশ দেন।
Advertisement
আদালতে আজ মায়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। আর বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মায়ের কাছে রাখার অনুমতি দিয়ে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে, তারা মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোন সময় বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।
জাপানি মায়ের আপিল আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এফএইচ/কেএসআর/এমএস
Advertisement