প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল কারাগারে। এমন অবস্থায় আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ইভ্যালি ফ্যানস ক্লাব নামে একটি ফেসবুক গ্রুপ।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ইভ্যালি ফ্যানস ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ। ইভ্যালির ধানমন্ডি অফিসে ওইদিন বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হবে বলে জানান তিনি।
নাহিদ বলেন, ওইদিন প্রধানমন্ত্রীর শপথ আছে। আমরাও শপথে অংশ নেবো, সেটা লাইভ করবো।
তিনি বলেন, ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলবিহীন ইভ্যালির জন্মদিন সুখকর নয়। ইভ্যালির প্রতি মার্চেন্ট ও গ্রাহকদের আস্থা ফিরে আসার বিশ্বাস থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ইভ্যালির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বোঝাতেই এই অনুষ্ঠান। আমরা হাজার মানুষের উপস্থিতিতে দেখিয়ে দিতে চাই ইভ্যালির ক্রান্তিকালেও গ্রাহক ও মার্চেন্টরা ইভ্যালির সাথেই আছি।
Advertisement
ইভ্যালি সিইও ও চেয়ারম্যান গ্রেফতারের পর রাজপথে সরব আছে গ্রুপটি। তাদের ৩ লাখ ১ হাজার মেম্বার রয়েছে। রাসেলের মুক্তির দাবিসহ একাধিক দাবি নিয়ে প্রায়ই মানববন্ধন করছেন গ্রুপের সদস্যরা।
একই দাবি নিয়ে ইভ্যালির মার্চেন্ট, ভোক্তাদের ব্যানারে আন্দোলন করছে বেশ কয়েকজন গ্রাহক ও মার্চেন্ট।
আন্দোলনের সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, প্রতিষ্ঠার চতুর্থ বছরে পা দিতে যাচ্ছে ইভ্যালি। গত দুই বছর ইভ্যালি আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
তিনি আরও বলেন, কিছু ভিত্তিহীন মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি থাকলে হয়তো বড় অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতেন। ইভ্যালি সিইও ও চেয়ারম্যানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। ইভ্যালির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা সরকারের নীতিনির্ধারকদের নজরে আনতে চাই যে, ইভ্যালিকে প্রয়োজনে নজরদারির মাধ্যমে ব্যবসা করার সুযোগ দিলে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে। বেঁচে যাবে ৪৫ লাখ গ্রাহক ও ৩৫ হাজার মার্চেন্ট।
Advertisement
এদিকে, গত ৯ ডিসেম্বর ইভ্যালির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে আরও একটি মামলা করেছেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরে ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেফতার করা হয়। একাধিক মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়।
এসএম/এমআরআর/এএসএম