কেমন শুরু করলো বাংলাদেশ? মালয়েশিয়া নাম প্রত্যাহার না করলে এই প্রশ্নের উত্তর মিলে যেতো এতক্ষণে। কারণ, উদ্বোধনী দিনে বাংলাদেশের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিপক্ষে। ৬ থেকে দল কমে এখন ৫। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতেও একদিন বিলম্ব।
Advertisement
মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ। কোরিয়া বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ২-২ গোলে ড্র করা ভারত বুধবার দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারত টপ ফেবারিট হিসেবেই খেলতে নামবে স্বাগতিকদের বিপক্ষে। জয়তো দুরের কথা, বাংলাদেশ ড্র করতে পারলেও সেটা হবে বড় অঘটন। বাংলাদেশের কোচ, অধিনায়ক সেটা আশাও করছেন না।
মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম ও কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি।
Advertisement
আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। মাঠে নামব ভালো খেলা উপহার দিতে। কোচ আমাদের যেভাবে টেকনিক-ট্যাকটিস শিখিয়েছেন, সেগুলো শভভাগ মাঠে দিতে পারলে ভালো কিছু সম্ভব।'
জয় নয়, ড্র নয়- তাহলে ভালো বলতে কী বোঝাচ্ছেন অধিনায়ক? ‘২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে যদি হারি সেটা ভালো ফল হবে। আমরা যদি বলি, তাদের বিপক্ষে আমরা জিতব কিংবা ড্র করব। সেটা হবে অবাস্তব। সম্প্রতি অলিম্পিকে তারা মেডেল জিতেছে। এমন দলের বিপক্ষে আগেভাগে কিছু বলাটা ঠিক নয়।'
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করছে বিজয় দিবসের ঠিক আগের দিন। এমন দিনে ভালো খেলা উপহার দিতে পারলে সেটাও হবে দর্শকদের পাওয়া। বাংলাদেশ অধিনায়ক ভারতকে সমীহ করে বলেছেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। অলিম্পিকে পদক পাওয়া দল। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কিন্তু স্পষ্ট। র্যাংকিংয়েও ওরা অনেক এগিয়ে। ওদের সঙ্গে আমরা জিতব আমার এমন মনে হয় না। জেতা সম্ভব বলব না। তবে ভালো একটা খেলা উপহার দেয়া সম্ভব। আমরা চাইব নিজেদের সেরাটা উপহার দিতে। তারা ভালো দল বলে যে আমাদের কাছ থেকে সহজে জয় ছিনিয়ে নেবে এমনও না।'
কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি বলেছেন, ‘২০১৮ সালে বাংলাদেশ দল সবশেষ এশিয়ান গেমসে খেলেছে। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ তারা খেলেনি। ৪০ মাস বাংলাদেশ আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলি না। অন্য দলগুলো কিন্তু ম্যাচের মধ্যে আছে। যে দলগুলো খেলতে এসেছে তারা কিন্তু র্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। একটা কথাই আমি দিতে পারি যে, ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না।’
Advertisement
আরআই/আইএইচএস/