আন্তর্জাতিক

প্লেনে টিকা না নেওয়া যাত্রী বহন করলে গুনতে হবে জরিমানা

করোনা প্রতিরোধী টিকা ছাড়া কোনো যাত্রী বহন করলে সংশ্লিষ্ট প্লেন সংস্থাকে জরিমানা করার কথা জানিয়েছে ঘানা। জানা গেছে, টিকা নেওয়ার প্রমাণ ছাড়া কোনো প্লেন যাত্রী নিয়ে দেশটির রাজধানীর বিমানবন্দরে পৌঁছালে জনপ্রতি সাড়ে তিনি হাজার ডলার জরিমানা করা হবে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

বুধবার থেকে (১৫ ডিসেম্বর) ঘানায় এ নিয়ম কার্যকর হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ঘানা বিমানবন্দর কোম্পানির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। নতুন নিয়মানুযায়ী, ঘানার নাগরিকরা ১৪ দিনের কোয়ারেন্টাইনের শর্ত মেনে নিজ দেশে প্রবেশের অনুমতি পাবেন। বিদেশিদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।

করোনাভাইরাস মোকাবিলায় সম্প্রতি ঘানা সরকার এ পদক্ষেপ নিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে ঘানাই সবচেয়ে কঠোর ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যে সব যাত্রীর বয়স ১৮ বছরের উপরে তাদের জন্য এরই মধ্যে করোনা প্রতিরোধী টিকা বাধ্যতামূলক করেছে দেশটি। বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। গত দুই সপ্তাহ ধরে বিমানবন্দরের যাত্রীদের মধ্যে থেকে ৬০ শতাংশের করোনা শনাক্ত হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ

ঘানার স্বাস্থ্য পরিষেবা বিভাগ গত সপ্তাহে জানিয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যাও বেড়েছে। তাছাড়া উৎসবের সময় করোনা আরও বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে মহামারি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল তারা।

Advertisement

আফ্রিকার দেশগুলোর মধ্যে ঘানায় করোনা পরীক্ষার ব্যবস্থা অনেক ভালো। দেশটিকে মোট জনসংখ্যা হলো তিন কোটি ১০ লাখ। মহামারি শুরুর পর ঘানায় এক লাখ ৩২ হাজার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয় এক হাজার ২৪৩ জনের।

এমএসএম/এমএস