ধর্ম

সুর-সংগীতে বিজয়ের ৫০ বছর পালন করবে ‘কলরব’

সুর-সংগীতে ইবাদতের অনন্য প্রতিষ্ঠান কলরব। বিজয়ের ৫০ বছর উদযাপনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইসলামি সংস্কৃতির অনন্য দিকপাল ‘কলরব শিল্পীগোষ্ঠী’। ‘সুর-সংগীতে বিজয়ের পঞ্চাশ’-শিরোনামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি।

Advertisement

আগামী ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বায়তুল মোকাররম পশ্চিম প্লাজায় বিকাল ৩টায় শুরু হবে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলরবের শিশু, কিশোর ও মূল শিল্পীদের অংশগ্রহণ করবেন। থাকবে বিশ্বজীয় হাফেজদের কোরআন তেলাওয়াত।

‘সুর-সংগীতে বিজয়ের পঞ্চাশ’- সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলরবের প্রধান পরিচালক আলহাজ রশিদ আহমাদ ফেরদৌস। অতিথি হিসেবে থাকবেন- মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন- কলরবের পরিচালক শাহ্‌ ইফতেখার তারিক।

বিশ্বজয়ী কারি আবু রায়হানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হবে ‘সুর-সংগীতে বিজয়ের পঞ্চাশ’ অনুষ্ঠানটি। ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসানের উপস্থাপনায় এতে গান পরিবেশ করবেন- ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ, সাঈদুজ্জামান নুর, ওমর আব্দুল্লাহ, ইলিয়াস আমিন, দাউদ আনাম, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম, হুসাইন আদনান, সালমান সাদী, আবির হাসান, ইমরানুল ফারহান ও সানিম মাহমুদ প্রমুখ।

Advertisement

কিশোর শিল্পী- তাওহিদ জামিল, তাহসিনুল ইসলাম, শাফিন আহমাদ, শামিম আরমান, আহনাফ খালিদ, ফজলে এলাহি সাকিব, জাহিদুল ইসলাম, নাসরুল্লাহ ইরফান ও আব্দুল্লাহ মুশতাক।

শিশুশিল্পী- জাহিদুল ইসলাম শাওন, রিফাত হাসান, হুজাইফা ইসলাম, সাব্বির আহমাদ, নওশাদ হুসাইন ও সিফাত রহমান প্রমুখ।

‘সুর-সংগীতে বিজয়ের পঞ্চাশ’ ইসলামিক ও দেশাত্ববোধক গানে মুখরিত হবে বায়তুল মোকাররম পশ্চিম প্লাজা। তাই এবারের বিজয় দিবস কাটুক কলরবের সঙ্গে...

এমএমএস/এএসএম

Advertisement