দেশজুড়ে

আসামিরা যেন মৃত্যু পর্যন্ত কারাগারে থাকে: নির্যাতিত নারী

আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার সেই নারী।

Advertisement

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভুক্তভোগী নারী বলেন, আমি তাদের সর্বোচ্চ সাজা চেয়েছিলাম। আদালত সেই সাজাই দিয়েছে। এখন আমি চাই আসামিরা যাতে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকে।

তিনি আরও উল্লেখ করেন, ‘আসামিরা বাইর অইতো হাইল্লে আঁর ও আঁর বাল-বাচ্চার ক্ষতি কইরবো।’

Advertisement

এরআগে, দুপুরে এ মামলার রায়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন ১৩ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের আদেশ দেন।

২০২০ সালের ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকেন। ঘরে থাকা নারী ও তার স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন।

ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর অভিযুক্তরা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। ওই দিনই নির্যাতনের শিকার নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

Advertisement