প্রবাস

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ ২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

আরও জানানো হয়েছে, গত ৬ ডিসেম্বর বেলা ১১টায় কুয়ালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ ও ৩৭ বছর বয়সী এই দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কার্ড ও আই কার্ড তৈরির কাজে নিয়োজিত ছিল।

এসব জাল কাগজপত্রের জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নেওয়া হতো। তদন্তের স্বার্থে আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১) (প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। প্রেফতারদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Advertisement

এমআরএম/এএসএম