রাজনীতি

‘রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, আর সরকারের বিরুদ্ধে কথা বলা এক না’

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মতো মন্ত্রিসভার সদস্যদেরও রাস্তায় ফুটপাতে ঘুমাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

Advertisement

রিজভী বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ যখন কানাডায় ঢুকতে পারলেন না, তখন দুবাইতে ঢোকার চেষ্টা করেছেন। সেখানকার একটা ছবি ভাইরাল হয়েছে যে এয়ারপোর্টের ফ্লোরে শুয়ে আছেন তিনি। যিনি এক সময় প্রকট ক্ষমতার দাপট দেখিয়েছেন। ক্ষমতার দাপটে বিরোধীদলের নেতাকর্মীদের গালি দিয়েছেন, ব্যঙ্গ করেছেন। তিনি দুবাইয়ের এয়ারপোর্টে জ্যাকেট মুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন করে মন্ত্রিসভার সদস্যদেরও রাস্তায় শুয়ে থাকতে হবে একদিন।

বর্তমান সরকার যাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে তারা মিথ্যা কথা বলে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন চার হাজার কোটি টাকা কোনো টাকাই না। শিক্ষামন্ত্রী বলেছিলেন তোমরা দুর্নীতি করো সহনীয় পর্যায়ে করো। যিনি ছাত্রদের নৈতিকতা শেখাবেন তিনি বলছেন সহনীয় পর্যায়ে দুর্নীতি করো। এই সরকারের ক্যাবিনেটের মন্ত্রীরা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রীর ছেলে বলেছেন, বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা আর সরকারের বিরুদ্ধে কথা বলা এক না। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অন্যায়। কিন্তু অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলা অন্যায় না। যে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, দিনের ভোট রাতে করেছে তার বিরুদ্ধে কথা বলা আন্দোলন করা, সংগ্রাম করা, ষড়যন্ত্র করা কোনটাই অন্যায় না।

Advertisement

জাসাসের আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ইথুন বাবু, সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

কেএইচ/জেডএইচ/জিকেএস