জাতীয়

দাগী আসামিদের গ্রেফতার করা হবে

এসে গেল নতুন বছর। বছর শেষে যেভাবে পূর্ববর্তী কাজগুলোর খতিয়ান নিয়ে ব্যস্ত থাকে সবাই। পাশাপাশি বছরের শুরুতে পরবর্তী বছরের লক্ষ্যও স্থির করেন অনেকে। বছরের এই প্রথম দিনে জাগো নিউজের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানালো এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, ‘নতুন বছরে গুরুতর অপরাধের আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা করবো। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো একটি চলমান প্রক্রিয়া। র‌্যাব সারাবছরই একাজ করে থাকে। তবে এ বছর অনেক পলাতক আসামিকে ধরতে পারবো বলে প্রত্যাশা করছি।’বছরব্যাপি অভিযানে র‌্যাব মাদক, অস্ত্রসহ নানা অপরাধের পলাতক আসামিকে গ্রেফতার করেছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদ্যে ভেজালসহ নানা অপরাধে আসামিদের তাৎক্ষণিক সাজাও দিয়েছেন। র‌্যাবের কল্যাণেই অনিয়মের জরিমানা গুনতে হয়েছে অ্যাপোলো, ল্যাবএইড, স্কয়ারের মতো তারকা হাসপাতালকে। এ বছর ৬০ জন জঙ্গি গ্রেফতারও তাদের সাফল্যের পাল্লাকে ভারি করছে।জনগণের প্রতি র‌্যাবের প্রত্যাশানিজেদের কর্মযজ্ঞের পাশাপাশি জনগণের কাছেও প্রত্যাশা রয়েছে র‌্যাবের। মুফতি মাহমুদ খান বলেন, ‘আমি প্রত্যাশা করি জনগণ আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে। আইন মেনে চলবে। এতে খোদ জনগণই স্বস্তিতে থাকবে।’এছাড়াও রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পদের প্রতি জনগণের ভালোবাসা বাড়ানোর প্রত্যাশা করেছে র‌্যাব। জনগণের চাইলে দেশের অপরাধ অনেকাংশে কমে যাবে।এআর/বিএ

Advertisement