গণমাধ্যম

সাংবাদিকরা বিভক্ত বলে দাবি আদায় হচ্ছে না : কামাল লোহানী

দেশবরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, আজ সাংবাদিকদের ইউনিয়ন দু’ভাগ হয়ে গেছে। এ কারণে আমরা দাবি আদায় করতে পারছি না। সাংবাদিকদের মধ্যে বিভক্তি এবং অনৈক্যের কারণে রুটি-রুজি এবং অধিকার আদায়ের সংগ্রামে রাস্তায় নামতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা (সিসাস)-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে কামাল লোহানী বলেন, পাকিস্তান আমলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা অনেক দাবি আদায় করতে সক্ষম হয়েছি তখন। কিন্তু, আজ সাংবাদিকদের ইউনিয়ন দু’ভাগ হয়ে গেছে। এ কারণে আমরা দাবি আদায় করতে পারছি না।অনুষ্ঠানের বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সভাপতি এম. হাফিজ উদ্দিন খান বলেন, রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি থাকতে পারে। কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি থাকা উচিত নয়। তিনি বলেন, দেশের রাজনীতিতে আজ বিভক্তি প্রকট আকার ধারণ করেছে। এই বিভক্তি মিটবে বলে মনে হয় না।সমিতির আহ্বায়ক শামসুল আলম সেতুর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাওসার আজমের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, লন্ডন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী তালুকদার সিআইপি, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেন শহীদ গ্যাদন, কামাল লোহানীর ছেলে সাংবাদিক সাগর লোহানী বক্তব্য রাখেন।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক সেলিম খান, যমুনা টিভির বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু, আরটিভির সাবেক যুগ্ম বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার চিফ ফটোগ্রাফার তারিফ রহমান, খন্দকার গোলাম আজাদ, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার চকর মালিথা প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়া অনুষ্ঠানে দৈনিক সকালের খবরের সাবেক নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, মোস্তাফা জাহাঙ্গীর আলমসহ ঢাকায় বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইনে কর্মরত সিরাজগঞ্জ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ২১ আগস্ট একই জায়গায় আগের বৈঠকের সিদ্ধান্তের আলোকে শামসুল আলম সেতুকে আহ্বায়ক এবং কাওসার আজমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আরএম/বিএ

Advertisement