ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবেই পরিচিত পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। আর মাঠে গতির ঝড় তুলতে গিয়ে হাঁটুর অবস্থা বেহাল করে ফেলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
Advertisement
যে কারণে এখন সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন অপারেশন প্রয়োজন তার। গত মাসে শোয়েব জানিয়েছেন, শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এই অপারেশন করানো হবে।
কিন্তু অনিবার্য কারণবশত দুই মাস পিছিয়ে গেছে শোয়েবের অপারেশন। যে কারণে এখন হাঁটুর অবস্থা ঠিক রাখার জন্য নিয়ম করে ইনজেকশন নিতে হচ্ছে তাকে।
তেমনই একটি ইনজেকশন নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন পাকিস্তানি তারকা। যেখানে দেখা যাচ্ছে, তার হাঁটুতে একজন স্বাস্থ্যকর্মী ইনজেকশন পুশ করছেন।
Advertisement
এই ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেছেন, ‘পাকিস্তানের হয়ে খেলার জন্য এই যন্ত্রণা নিয়েছি সবসময়। তবে আবার খেলার সুযোগ পেলে একই যন্ত্রণা ভোগ করতে রাজি আমি।’
তিনি আরও যোগ করেছেন, ‘যেহেতু আমার অপারেশনে দুই মাস বিলম্ব হচ্ছে, তাই আমাকে এগুলো করতে হচ্ছে।’
এসএএস/জেআইএম
Advertisement