এখন থেকে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা আকর্ষণীয় সুদে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ঋণ গ্রহণ করতে পারবেন। এসব ঋণ সুবিধার মধ্যে আছে হোম লোন, চাকরিজীবী ও চিকিৎসকগণ মাত্র ৯.৫% হারে বাৎসরিক সুদে ঋণ পাবেন। ব্যবসায়ী, স্বনিয়োজিত এবং ভূমিমালিকগণ এই ঋণ পাবেন ১০% সুদে। হোম লোনের প্রসেসিং ফি হবে মাত্র ০.৫০%।চাকরিজীবীদের জন্য অটো লোন ও ব্যক্তিগত ঋণের সুদ যথাক্রমে ১২% ও ১৩% এবং চিকিৎসকদের জন্য ব্যক্তিগত ঋণের সুদ ১৩%। এসব পণের জন্য কোনো প্রসেসিং ফি নেই। গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের প্লাটিনাম, গোল্ড ও সিলভার ক্রেডিট কার্ড (ভিসা/মাস্টার) এর বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন।আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এই বিশেষ সুবিধা পওয়া যাবে সারাদেশে ব্র্যাক ব্যাংকের ১৭৪টি রিটেইল, এসএমই/কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টারে।গ্রামীণফোনের ডিরেক্টর প্রোডাক্ট হাসিবুল হক এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।গ্রাহকগণ www.grameenphone.com/star-program সাইটে এবং www.bracbank.com সাইটে গিয়ে এই অফার সম্পর্কে জানতে পারবেন অথবা ১৬২২১ (ব্র্যাক ব্যাংকের ২৪ ঘণ্টা চালু কল সেন্টার) এ কল করেও জানতে পারবেন।আরএম/বিএ
Advertisement