আন্তর্জাতিক

ফিলিপাইনের সংস্কারে ৬০ কোটি ডলারের অনুমোদন বিশ্বব্যাংকের

ফিলিপাইনের সংস্কার কর্মসূচির জন্য ৬০ কোটি মার্কিন ডলারের অনুমোদন দিলো বিশ্বব্যাংক। প্রতিযোগিতামূলক ও স্থিতিস্থাপক অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ঋণ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে এই বিপুল পরিমাণ অর্থের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিজনেস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সংস্থাটি জানিয়েছে, খুচরা পরিষেবাগুলো মুক্ত করতে, ব্যক্তিগত বিনিয়োগ বাড়াতে, ব্যবসায় খরচ কমাতে, ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য এ তহবিল ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর এনডিয়ামে ডিওপ বলেন, প্রবৃদ্ধির তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বাধা দূর করার জন্য এ ধরনের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিওপ এক বিবৃতিতে বলেন, দেশটির ব্রডব্যান্ড ও মোবাইল টেলিকমিউনিকেশন খাতে সংস্কারের ফলে অনুন্নত জনসংখ্যার একটি বড় অংশ উপকৃত হবে। এতে পরিষেবাগুলোর মান যেভাবে বাড়বে তেমনি বাজারে এসব মানুষের অংশগ্রহণও নিশ্চিত হবে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাখাতেও তাদের অংশগ্রহণ বাড়বে।

Advertisement

তিনি বলেন, সংস্কারের ফলে বাণিজ্য ব্যয় কমবে। অন্যদিকে উন্নত হবে ব্যবসার পরিবেশ। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

পূর্ব এশিয়া ও প্যাসিফিকে ফিলিপাইন বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে এমন তথ্য জানিয়ে বিশ্বব্যাংক জানায়, সংস্কারের মাধ্যমে দেশটিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে।

এমএসএম/টিটিএন/জিকেএস

Advertisement