বিনোদন

বলিউডের তিন খানের চেয়েও বড় তারকা প্রভাস!

‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস। শুধু দক্ষিণের নয় সারা বিশ্বের জন্যই তিনি একজন সুপারস্টার। ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: টু দ্য কনক্লুশন’, ‘ছত্রপতি’, ‘বুজ্জিগাডু’, ‘বিল্লা’, ‘ডার্লিং’, ‘রিটার্ন অফ রেবেল’র মতো ব্লকবাস্টার সিনেমার নায়ক তিনি।

Advertisement

কিন্তু তিনি কি ভারতের সবচেয়ে বড় তারকা? এমন তুলনা বা প্রশ্ন উঠছে আজকাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে কথা বলছে।

অতীতে একবার এক সাক্ষাৎকারে ‘বাহুবলী: টু’ - এর ডিওপি বলেছিলেন যে, তিনি মনে করেন প্রভাস একজন বিশাল তারকা। এমনকি শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের মতো বলিউড অভিনেতাদেরও ছাড়িয়ে গেছেন প্রভাস।

নিউজঅনডট কমের তথ্য অনুসারে, ‘বাহুবলী: টু’ মুক্তির এক মাস আগে সিনেমার নির্মাতারা একটি অডিও ইভেন্ট লঞ্চের আয়োজন করেছিলেন। এই ইভেন্টের সময় সিনেমার ডিওপি কে কে সেন্থিল কুমার প্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় তারকা’ বলে অভিহিত করেন।

Advertisement

শুধু তাই নয়, শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের মতো হিন্দি সিনেমার তারকাদের চেয়েও প্রভাসকে বড় অভিনেতা বলেন তিনি।

অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি আজ ভারতের সবচেয়ে বড় তারকা। তিনি যে কোনো খানের চেয়ে বড়। তার আজকের সিনেমা (বাহুবলী টু) সম্ভবত ১,০০০ কোটি রুপি অতিক্রম করা প্রথম চলচ্চিত্র হবে। আমি তার সাথে যুক্ত হতে পেরে গর্বিত। তিনি একজন বিনয়ী মানুষ।’

শুধুমাত্র তিনি একা নন, ‘বাহুবলী’ সিনেমার প্রোডাকশন ডিজাইনার সাবু সিরিলও প্রভাসের তারকাখ্যাতি সম্পর্কে একই মত পোষণ করেছেন। তিনি বলেছিলেন, “যখন আমি প্রভাসের সাথে দেখা করি তখন আমি জানতাম না এমন একজন তারকা আছেন যার সত্যিই এত ভক্ত রয়েছে। আমরা কুর্নুলে এর আগেও শুটিং করেছিলাম, কিন্তু অন্যবারের তুলনায় সেখানে একশ গুণ বেশি লোক ছিল এবং আমরা শুটিং করতে পারিনি।

আমি অনেক সুপারস্টারের সাথে কাজ করেছি, তাদের এত ভক্ত নেই। তিনি সাম্প্রতিক সময়ে আমার দেখা সবচেয়ে বিনয়ী তারকাদের একজন।’

Advertisement

যখন প্রভাসকে জিজ্ঞাসা করা হয় তার ফিল্মের ডিওপির মন্তব্যকে তিনি কীভাবে দেখেন, উত্তরে নায়ক বলেন, ‘সেন্থিল কুমার সত্যিই উত্তেজনায় এসব কথা বলেছিলেন। ‘বাহুবলী’র শুটিং শেষ হবার পর তিনি অতিমাত্রায় উত্তেজিত ছিলেন। এমন কিছু নয়। আমি কাজ করে যাচ্ছি। আর যাদের নাম তিনি নিয়েছেন সবাই এই দেশের মহাতারকা।’

এলএ/জিকেএস