বিরাট কোহলিকে ভারতীয় দলের ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে তুমুল আলোচনা ক্রিকেট বিশ্বে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট এই ইস্যুতে রীতিমত ধুয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই)।
Advertisement
ইউটিউবে একটি ভিডিও বার্তায় বাট বলেন, ‘বিসিসিআই চায়নি কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভালো হতো যদি কোহলিকে ওয়ানডের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হতো।’
ভারতীয় গণমাধ্যমের খবর, অধিনায়কত্ব ছাড়ার জন্য কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোহলি কোনও সিদ্ধান্ত না জানানোয় তাকে সরিয়ে দেন নির্বাচকরা। কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি, মনে করছেন বাট।
তিনি বলেন, ‘কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া থেকেই বোঝা যাচ্ছে বিসিসিআইয়ের হাতে কতটা ক্ষমতা রয়েছে। কেউ দেখলো না ভারতীয় ক্রিকেটের জন্য কোহলি কী করেছে। ওকে আরও একটু সম্মান দেওয়া উচিত ছিল। বিসিসিআইয়ের বোঝা উচিত ছিল কোহলি বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন।’
Advertisement
এমএমআর/জেআইএম