ফিচার

মওলানা ভাসানীর জন্ম ও রশিদ চৌধুরীর প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

১২ ডিসেম্বর ২০২১, রোববার। ২৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১০৯৮- প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমানের গণহত্যা: ক্রুসেডারগণ দেয়াল ভেঙে শহরে প্রবেশ করে বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে। এরপর সেখানে খাদ্যাভাবে ক্রুসেডারগণ নরমাংস ভক্ষণ শুরু করে।১৯১১- বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।১৯৭১- কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।১৯৯৭- বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।২০১৩- দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০ টা এক মিনিটে কার্যকর করা হয় ।

জন্ম১৭৩১- ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক এবং কবি ইরাসমাস ডারউইন।১৮৮০- বাংলাদেশি রাজনীতিবিদ আবদুল হামিদ খান ভাসানী। মওলানা ভাসানী নামেও পরিচিত ছিলেন তিনি। তার অনুসারীরা তাকে ডাকতেন "লাল মওলানা" নামে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্ম গ্রহণ করেন তিনি।জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসেবে সমধিক পরিচিত।১৯৩৪- সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।১৯৫০- ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্ত।১৯৮০- ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।১৯৮১- ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।

Advertisement

মৃত্যু১৬৮৫- ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ জন পেল।১৮৮৯- ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।১৯৫৬- ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম ঘটক।১৯৬৫- ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ।১৯৮৬- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী রশিদ চৌধুরী। ১৯৩২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমানে বাংলাদেশ) ফরিদপুর জেলার (বর্তমানে রাজবাড়ি) রতনদিয়া গ্রামে একটি জমিদার পরিবারে জন্ম তার। তিনি একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, লেখক এবং অধ্যাপক। বাংলাদেশে শিল্পচর্চার ক্ষেত্রে জয়নুল আবেদীন প্রবর্তিত উত্তর-উপনিবেশিক পর্বে সৃজনশীল ও মৌলিকত্বে তিনি ছিলেন সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব। তিনি স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিল্পীদের মধ্যেও অন্যতম।২০০৫- বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়।

দিবসডিজিটাল বাংলাদেশ দিবস।

কেএসকে/জেআইএম

Advertisement