দেশজুড়ে

পাবনায় পুনর্নির্বাচনের দাবি আওয়ামী লীগের

পাবনা সদর পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রকিব হাসান টিপু ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন প্রমুখ। এদিকে, ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে সকাল থেকে মেয়র প্রার্থী টিপু সমর্থকরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করেন।প্রসঙ্গত, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু ৩০ হাজার ৫৪৭ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের রকিব হাসান টিপু পান ২৪ হাজার ৬৫৪ ভোট।  একে জামান/এআরএ/পিআর

Advertisement