ফিচার

রাশিফল : ২০ নভেম্বর

মেষ: অংশীদারের অসততায় ব্যবসা ঘিরে জটিলতা। বহু দিনের কোনো ইচ্ছা পূরণের ইঙ্গিত। সাংসারিক ব্যাপারে উদাসীন থাকলে অন্যেরা সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে।বৃষ: উপস্থিতবুদ্ধি ও তত্পরতায় সব বাধা কেটে যেতে পারে। মূল্যবান দ্রব্যার্থ লাভ। প্রিয়জনের বিয়ে নিয়ে আলাপ-আলোচনা শুরু হতে পারে।মিথুন: কর্ম পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দেয়াই সমীচীন। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ের অগ্রগতি হোঁচট খেতে পারে।কর্কট: ব্যবসায় বাড়তি বিনিয়োগে রাশ টানা দরকার। অতিরিক্ত উত্তেজনায় শরীর-মনের ক্ষতির আশঙ্কা। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মনান্তর।সিংহ: সম্পত্তি-সমস্যার সমাধানের ইঙ্গিত। সংস্কৃতিকর্মে সাফল্যের বিশেষ স্বীকৃতির যোগ। শারীরিক সমস্যাকে উপেক্ষার মাসুল দিতে হতে পারে।কন্যা: মাত্রাছাড়া আবেগপ্রবণতার মাসুল গুনতে হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে কার্যোদ্ধার। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।তুলা: পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা। স্বাস্থ্য-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়। বিপদে স্বজনের পাশে দাঁড়াতে না-পারায় অনুতাপ।বৃশ্চিক: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের ব্যবহারে মনঃকষ্ট।ধনু: অধ্যবসায় ও কর্মপ্রতিভা সত্ত্বেও স্বীকৃতি ফের অধরা। কোনো উচ্চভিলাষী মহিলার দিক থেকে বিপত্তি দেখা দিতে পারে। অস্থিসন্ধির সমস্যা ভোগাবে।মকর: কর্মসূত্রে সপরিবার দূরভ্রমণের সুযোগ। চোরের উপদ্রবে ক্ষতির আশঙ্কা। রক্তচাপজনিত দুর্বলতায় কাজকর্মে বাধা।কুম্ভ: কুটুম্বিতা ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ। একাধিক সদুপায়ে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি। বিষয়সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা হতে পারে।মীন: ভালো কাজের প্রতিদানে উপহাস জুটতে পারে। প্রিয়জনের বিয়ে নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য। সম্পত্তির সংস্কার ঘিরে জ্ঞাতি-পড়শির সঙ্গে বিতণ্ডা।

Advertisement