জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়ে দেশে ফেরা নারী ক্রিকেট দলের দুজন সদস্যের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ধরা পড়েছে। স্বাস্থ অধিদপ্তরের এ খবর শোনা মাত্র অন্যরকম প্রতিক্রিয়া দেশে। ক্রিকেট ভক্ত ও সমর্থকরা উদ্বেগ-উৎকণ্ঠায়। সবার মনে জেগেছে রাজ্যের শঙ্কা।
Advertisement
পুরো বহরের বাকি সদসদের খবর কী? দুজনের ওমিক্রন ধরা পড়েছে। বাকিদের কী অবস্থা? বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন অবশ্য আশ্বস্ত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দুজন ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ এবং সুস্থ আছেন।
শনিবার বিকেএসপিতে সংবাদমাধ্যমকে পাপন জানিয়েছেন, ‘পুরো দল একসঙ্গে ছিল। অন্যরা সবাই নেগেটিভ।’ যাদের ওমিক্রন ধরা পড়েছে তাদের কী অবস্থা জানতে চাইলে বিসিবি সভাপতির ইতিবাচক জবাব, ‘ওমিক্রন ধরা পড়াদের একেবারেই উপসর্গ নেই।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে কথা বলেছি। জ্বর, শরীর ব্যথা কিছুই নেই। বুঝতেই পারেনি এখনও ওদের যে করোনা হয়েছে। সেদিক দিয়ে বলবো এটা একটা বিরাট স্বস্তির খবর।’
Advertisement
‘করোনা হওয়া না হওয়া বড় কথা নয়। আইসোলেশন শতভাগ মানা হচ্ছে। এটা করোনা হলেও যা, না হলেও তা। জৈব সুরক্ষা বলয়ে তো এটা মানতেই হবে। প্রথম থেকেই তারা আলাদা একটি কোভিড ডেডিকেটেড ফ্লোরে আইসোলেশনে ছিল। সেজন্য অন্য কেউ আক্রান্ত হয়নি। ওরাও এক রুম থেকে অন্য রুমে যেতে পারেনি। যে প্রটোকল ছিল সেটাই অনুসরণ করা হয়েছে।’
এআরবি/এসএএস/জেআইএম