খেলাধুলা

রোববার শুরু হচ্ছে বিসিএল

দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের নবম আসর শুরু হচ্ছে রোববার থেকে। এক লেগের এই টুর্নামেন্টে ফাইনালের আগে অংশগ্রহণকারী চার খেলতে পারবে তিনটি করে ম্যাচ।

Advertisement

এই তিন ম্যাচ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল উঠবে ফাইনালে। প্রথম রাউন্ডের ম্যাচগুলো চার দিনের হলেও, ফাইনাল ম্যাচটি হবে পাঁচদিনের।

এবারের বিসিএলে অংশগ্রহণকারী চার দল হলো বিসিবি সাউথ জোন, ইসলামি ব্যাংক ইস্ট জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। প্রথম রাউন্ডে লড়বে সাউথ-ইস্ট এবং সেন্ট্রাল-নর্থ জোন।

বিসিএলের সূচি

Advertisement

১২ জানুয়ারিবিসিবি সাউথ জোন বনাম ইসলামি ব্যাংক ইস্ট জোন (রাজশাহী)ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম)

১৯ জানুয়ারিবিসিবি সাউথ জোন বনাম বিসিবি নর্থ জোন (চট্টগ্রাম)ইসলামি ব্যাংক ইস্ট জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন (মিরপুর)

২৬ জানুয়ারিবিসিবি সাউথ জোন বনাম ওয়ালটন সেন্ট্রাল জোন (চট্টগ্রাম)ইসলামি ব্যাংক ইস্ট জোন বনাম বিসিবি নর্থ জোন (ভেন্যু নির্ধারিত হয়নি)

ফাইনাল – ০২ জানুয়ারি (পাঁচ দিনের ম্যাচ, মিরপুর)

Advertisement

বিসিএলের সবশেষ তিন আসরের চ্যাম্পিয়ন সাউথ জোন। সবমিলিয়ে গত আট আসরের মধ্যে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে তারাই। এছাড়া সেন্ট্রাল জোন দুইবার ও নর্থ জোন চ্যাম্পিয়ন হয়েছে একবার।

এসএএস/জেআইএম