স্বাস্থ্য

জরায়ু ক্যান্সার সচেতনতা মাস শুক্রবার থেকে শুরু

সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর) ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। আয়োজকরা জানান, ঘাতক এ ব্যাধি প্রতিরোধে দেশব্যাপী ব্যাপক গণসচেতনতা তৈরির লক্ষ্যে জানুয়ারি মাস জুড়ে ‘মাযের জন্য পদযাত্রা’ শীর্ষক প্রচারাভিযান চলবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিল বৈঠকের আয়োজনের মধ্য দিয়ে ক্যান্সার সচেতনতা মাসের উদ্বোধন হবে। দেশে বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার রোগীর সংখ্যা দ্বিতীয়। জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে এ ক্যান্সার প্রতিরোধযোগ্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা বেগম। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের ইপিডেমিওলজিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় বক্তব্য রাখবেন এসিড সারভাইভার কবি কাজি রোজি , বিএসএমএমইউ এর গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পারভীন ফাতেমা, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক শাহ গোলাম মোস্তফা।অবস্ট্রেটিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, পাবলিক হেলথ ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক মোজাহেরুল হক, শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজের গাইনিকোলজি বিভাগের অধ্যাপক ফাতেমা আশরাফ ও মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক সারিয়া তাসনিম প্রমুখ। এমইউ/এসকেডি/পিআর

Advertisement