দেশজুড়ে

কাপ্তাই হ্রদ বাঁচাতে নৌ র‌্যালি

‘বন বাঁচলে, থাকবে পানি’—এই স্লোগানে প্রাকৃতিক বন উজাড় রোধ ও কাপ্তাই হ্রদের পানি দূষণমুক্ত রাখতে রাঙ্গামাটিতে নৌ র‌্যালি ও আলোসভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের ফিশারি ঘাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন প্রজাতির মাছ ছাড়াও অনেক ধরনের স্থানীয় পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী এবং উভয়চর প্রাণী কাপ্তাই হ্রদে বিচরণ করে। কাপ্তাই হ্রদ জীববৈচিত্র্যের আধার এবং বিচরণক্ষেত্র। জনসংখ্যার বৃদ্ধির ফলে দিন দিন হ্রদের পানি দূষিত হচ্ছে এবং ব্যবহারের অনুপযোগী হচ্ছে। প্রাকৃতিক বন উজাড় হওয়ার কারণে পানির স্তর নেমে যাচ্ছে। বন উজাড় না করে সংরক্ষণ করলে পানির উৎসগুলো জীবিত থাকবে ও কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক থাকবে। এটা হলে জনগোষ্ঠীর জীবনমান উন্নতিতে সহায়ক হবে।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন বলেন, কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত করতে রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রস্তাবনাটি গ্রহণ করে পানিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন।

আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন ঘাটে নৌ র‌্যালির ম্যাধ্যমে প্রচারণা ও প্রচারপত্র বিলি করা হয়।

শংকর হোড়/এসআর/জেআইএম

Advertisement