স্বপ্নের মত একটি বছরই কাটিয়ে দিল বার্সেলোনা। ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ কিংবা ক্লাব বিশ্বকাপ ঘরে তুলে নিয়েছে কাতালানরা। চলতি মওসুমেও বার্সেলোনা রয়েছে দুর্দান্ত ফর্মে। রিয়াল মাদ্রিদকে টপকে গোলের রেকর্ড গড়ার পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে থেকেই বছর শেষ করেছে মেসি-নেইমাররা। রিয়াল বেটিসের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ের পর বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি প্রতিপক্ষদের একপ্রকার হুমকি দিয়েই রাখলো। প্রতিপক্ষকে শুনিয়ে তিনি বলে রাখলেন, “২০১৫’র চেয়ে আগামী বছরটা আরও ভালো যাবে বার্সেলোনার। আমরা আর বেশিকরে শিরোপা জিততে চাই।”বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন লিওনেল মেসি। রেকর্ড গড়া ম্যাচটিতে তিনি গোলও পেয়েছেন। রিয়াল বেটিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। ম্যাচের পর তিনি বলেন, ‘এই বছরটা ছিল সত্যিই অসাধারণ, আকর্ষণীয়। আমরা এভাবেই চেয়েই বছরটা শেষ করতে। আমরা যা করেছি তার চেয়ে আরও বেশি উন্নতি করা এ বছর কঠিনই ছিল। তবে আমরা সব সময়ই চেষ্টা করে গেছি। কারণ, আমাদের দুর্দান্ত একটি স্কোয়াড ছিল। যে কারণে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছিলাম।’১০ দিনের শীতকালীন এবং বড় দিনের ছুটি শেষে বুধবারই প্রথম মাঠে নামে বার্সা। তবে রিয়াল বেটিসের বিপক্ষে শুরুতেই বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় কাতালানরা। যে বিতর্কে জড়িয়ে সরাসরি মেসি নিজেই। নেইমার স্পট কিক নিতে গেলে বারে লেগে ফিরে আসে বল। কিন্তু, বেটিসের হেইকো ওয়েস্টারম্যান সেটা ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন।এরপর নেইমারের সাথে ওয়ান-টু করে বার্সেলোনার হয়ে নিজের ৪২৫তম গোলটি করলেন মেসি। ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ছুটি শেষে আমরা মাঠে ফিরেছি। সুতরাং এটা সাধারণ বিষয় যে, রিদম ফিরে পেতে কিছু সময় লাগবে। এছাড়া ক্লাব বিশ্বকাপ খেলে আসার পর এখানকার ছন্দে ফেরাটাও ছিল জরুরি।’নতুন বছরে পদার্পনের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামী বছর কী পরিকল্পনা রয়েছে বার্সেলোনার? যখন বার্সেলোনা ডার্বিতে আগামী শনিবারই এস্পানিওলের মুখোমুখি হচ্ছে কাতালানরা। এসব বিষয়ে মেসি বলেন, ‘সবার আগে আমি সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। কারণ, দুর্দান্ত একটি বছর শেষ করেছে তারা। আর নতুন বছরের শুরুতেই পরিকল্পনা আবারও জয়। এ বছরটা যেভাবে খেলেছি, তার চেয়েও যেন আগামী বছরটা ভালো হয়, সে চেষ্টাই থাকবে আমাদের। নতুন বছরের জন্য আমরা অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছি। ২০১৫ সালের লেভেলটা ধরে রেখে আরও ভালো কিভাবে করা যায়, সে চেষ্টাই করছি আমরা।’ আইএইচএস/পিআর
Advertisement