দেশজুড়ে

এবার পিএসসিতে খুলনায় বেড়েছে পাসের হার

গত বছরের তুলনায় এবার খুলনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। গত বছর জেলায় পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। আর এ বছর তা বৃদ্ধি পেয়ে ৯৯ দশমিক ২০ শতাংশ হয়েছে। তবে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।জেলায় ছেলেদের পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৯ দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন জাহান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৮ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ হাজার ১৭৫ শিক্ষার্থী পাস করেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৮২ জন। এর মধ্যে দুই হাজার ৬৮৫ জন ছেলে ও দুই হাজার ৮৯৭ জন মেয়ে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ২৮০ জন।খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, মা সমাবেশ ও স্কুল পরীক্ষা, মডেল টেস্টের ব্যবস্থার কারণে এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভাল হয়েছে।এদিকে, খুলনা জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় তিন হাজার ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ৭৪ জন। পাসের হার ৯১ দশমিক ৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৪৯ শতাংশ। এ বছর ছেলেদের এক হাজার ৬৭০ জনের মধ্যে পাস করেছে এক হাজার ৫৫৫ জন। মেয়েদের এক হাজার ৬৮২ জনের মধ্যে এক হাজার ৫১৯ জন শিক্ষার্থী পাস করেছে।আলমগীর হান্নান/এআরএ/পিআর

Advertisement