লক্ষ্মীপুরে বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাসের হার ৯৮.৩২। এরমধ্যে বালক ৯৮.২৮৪ এবং বালিকা ৯৮.৩৮। জিপিএ-৫ পেয়েছে ১৬০৮ জন। রামগঞ্জ উপজেলা ৬শ` ৩৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় এগিয়ে। পাসের হার বেশি রায়পুর উপজেলায় ৯৯.৮৫। ইবতেদায়ীতে পাসের হার ৯৫.০৬। বালক ৯৫.৩৬, বালিকা ৯৪.২৪। জিপিএ-৫ পেয়েছে ১শ` জন। সদর উপজেলায় ৬০ জন জিপিএ-৫ পেয়েছে। ইবতেদায়ীতেও রায়পুরে পাসের হার বেশি। এখানে পাশ করেছে ৯৮.৭৭ ভাগ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ জাগো নিউজকে বলেন, লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ৮১ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। মোট ৪০ হাজার ৮শ` ৫৭ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ২ হাজার ১শ` ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে। কাজল কায়েস/এমজেড/পিআর
Advertisement