নতুন বছরের শুরুতেই প্রকাশ হলো সুফিয়ানা খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাতের আয়োজনে ‘মুসাফির মন’ অ্যালবামটি। আগামীকাল শুক্রবার, ১ জানুয়ারি থেকে দেশের সর্বত্রই পাওয়া যাবে এটি। টাইটেল সং ‘মুসাফির মন’সহ ১২টি ভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানো এ অ্যালবামে আরো থাকছে বেসামাল মন, প্রেম কাহিনি, প্রার্থনা, ভালোবাসার নকশিকাঁথা, পরী, লক্ষ্মী সোনা, আমার মনটা, প্রেম কারিগর, চাই তোকে, উড়ে যাও মন ও লুকোচুরি শিরোনামের গানগুলো। অ্যালবামটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘নতুন বছর উপলক্ষে অ্যালবামটি বাজারে ছেড়েছি। দীর্ঘ দেড় বছর ধরে এর কাজ শেষ করেছি। অনেক যত্ন আর পরিশ্রমের ফসল এই মুসাফির মন। আশা করছি অ্যালবামটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’শাহরিয়ার রাফাত ফিচারিং ‘মুসাফির মন’ অ্যালবামে শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন রাফাত নিজেই। এখানে আরো গেয়েছেন দিনাত জাহান মুন্নি, হাসনাত তুষার, শ্রেয়সী, হাবিব, বেলি, লেলিন, শামিম সাফি, আলামিন, কাব্যি। সুরঞ্জলী মিউজিক প্রেজেন্টস মুসাফির মন অ্যালবামের গানগুলো লিখেছেন তারেক আনন্দ, এনই আই বুলবুল, মিজানুর রাফি, আতাউর রহমান খান, আর আই মঞ্জু। গানগুলোর কম্পোজিশন করেছেন শাহরিয়ার রাফাত, জে কে, রেজোয়ান।এনই/এলএ
Advertisement