চোখের জলে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে শেষ বিদায় জানালো দেশ। পাশাপাশি একই চিতায় শোয়ানো হলো জেনারেল বিপিন ও তার স্ত্রী মধুলিকাকে। ১৭ তোপধ্বনির মাধ্যমে জানানো হলো শেষ শ্রদ্ধা।
Advertisement
বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুতে সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে।
বৃহস্পতিবার তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে পৌঁছায়। শুক্রবার বিকেলে ১৭ তোপধ্বনির মধ্য দিয়ে সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। তাদের মেয়ে ক্রিতিকা ও তারিনি রাওয়াত চিতায় আগুন দেন।
#WATCH | Delhi: Citizens raise slogans of "Jab tak suraj chaand rahega, Bipin ji ka naam rahega", as the cortège of #CDSGeneralBipinRawat proceeds towards Brar Square crematorium in Delhi Cantonment. pic.twitter.com/s7sjV4vg73
Advertisement
পালাম বিমানবন্দরে জেনারেলকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দেশের প্রথম প্রতিরক্ষাপ্রধানকে তার কামরাজ মার্গের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে অসংখ্য সাধারণ মানুষ।
শেষ শ্রদ্ধা জানান তৃণমূল সংসদ সদস্যরাও। তারপর জেনারেলের দেহ নিয়ে কামরাজ মার্গের বাসভবন থেকে ব্রার স্কয়ারের উদ্দেশ্যে রওনা দেয় শববাহী শকট। সেখানেও সঙ্গী হন বহু মানুষ। ১৭ তোপধ্বনির মধ্য দিয়ে বিকেল ৪টায় ব্রার স্কয়ারে সস্ত্রীক বিপিন রাওয়াতের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। জেনারেল রাওয়াতের মেয়ে ক্রিতিকা ও তারিনি রাওয়াত চিতায় আগুন দেন। এসময় সামরিক বাহিনীর ৮০০ কর্মকর্তাসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
এআরএ
Advertisement