গণমাধ্যম

বিবিসির সেবা বিঘ্নিত

ব্রিটেন সরকারের অর্থে পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সব ধরনের ওয়েবসাইট অচল হয়ে গেছে। দেশটির আরেক প্রভাবশালী দৈনিক মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে। ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে বিবিসি নিউজ, আই প্লেয়ার, রেডিও ও টিভি অনুষ্ঠান সরাসরি প্রচারসহ ইন্টারনেট ভিত্তিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসি`কে নিয়ে হাসি-তামাশা করা হচ্ছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, বিবিসি`র ওয়েবসাইটের এমন বিপর্যয়ের কারণ কী তা খুঁজে বের করার পরিবর্তে ওয়েবসাইট সচল করার চেষ্টা চলছে। অবশ্য কারিগরি ত্রুটি নাকি সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বিবিসি`র ওয়েবসাইট অচল হয়ে পড়েছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন এ মুখপাত্র।বিবিসি`র কোনো কোনো ওয়েবসাইট স্থানীয় সময় ৯টায় সচল হলেও মাত্র ২০ মিনিটের মাথায় তা আবার অচল হয়ে পড়ে।এসআইএস/পিআর

Advertisement