চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : পেসমেকার কত সালে আবিষ্কার করা হয়?উত্তর : ১৯৫৮ সালে।২. প্রশ্ন : মেডিসনের জনক কে? উত্তর : হিপোক্রেটিস। ৩. প্রশ্ন : মানব দেহের রক্তের পরিমাণ কত?উত্তর : ৫-৬ লিটার। ৪. প্রশ্ন : পেনিসিলিন কে আবিষ্কার করেন?উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং। ৫. প্রশ্ন : জীব দেহের শক্তির উৎস কী?উত্তর : খাদ্য। ৬. প্রশ্ন : রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর : ভিটামিন এ। ৭. প্রশ্ন : বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর : ভিটামিন বি-১। ৮. প্রশ্ন : কিসের অভাবে ঠোটের কোণায় ঘা হয়?উত্তর : ভিটামিন বি-২। ৯. প্রশ্ন : ক্ষতস্থান থেকে রক্ত ঝরা বন্ধ করে কোন ভিটামিন?উত্তর : ভিটামিন কে। ১০. প্রশ্ন : প্রাণির প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন?উত্তর : ভিটামিন ই। ১১. প্রশ্ন : রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে?উত্তর : ভিটামিন বি-১২। ১২. প্রশ্ন : সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর : ভিটামিন সি। ১৩. প্রশ্ন : মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি?উত্তর : দুধ। ১৪. প্রশ্ন : স্ট্রোক হওয়ার কারণ কী?উত্তর : মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। ১৫. প্রশ্ন : গলগণ্ড রোগ হয় কীসের অভাবে?উত্তর : আয়োডিনের অভাবে। ১৬. প্রশ্ন : নিউমোনিয়া রোগ হয় কোথায়?উত্তর : ফুসফুসে। ১৭. প্রশ্ন : ভিটামিন সি সমৃদ্ধ ফল কী কী?উত্তর : আমলকী, আমড়া, লেবু, পেয়ারা ও কমলা। ১৮. প্রশ্ন : কোনটি আমিষ? উত্তর : ডাল। ১৯. প্রশ্ন : কচুশাকে কী বেশি থাকে?উত্তর : লৌহ। ২০. প্রশ্ন : উচ্চ শ্রেণির প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?উত্তর : মাংস।এসইউ/পিআর
Advertisement