খেলাধুলা

শেরে বাংলার বিড়ালকে বন্ধু বানিয়ে নিলেন পাকিস্তানি ওপেনার!

সবার ঠিকঠাকমতো খাওয়া-দাওয়া হয়েছে? আবিদ আলী যেন শুধু সতীর্থদের খোঁজ নিয়েই ক্ষান্ত হলেন না, খোঁজ নিলেন শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিকে নিজের ঘর বাড়ি বানিয়ে নেওয়া বিড়ালটিরও।

Advertisement

পাকিস্তানি ওপেনারের বিড়ালের প্রতি ভালোবাসার একটি ভিডিও নজর কেড়েছে অনেকেরই। যেখানে দেখা যায়, প্লেটে করে নিজ হাতে খাবার নিয়ে গ্যালারির সিঁড়িতে একটি বিড়ালকে খাওয়াচ্ছেন আবিদ। বিড়ালটিও যেন বিদেশি বন্ধুর অাতিথেয়তায় ভীষণ খুশি, চেটেপুটে খেয়ে নেয় সবটুকু খাবার।

ঢাকায় বাংলাদেশ আর পাকিস্তানের টেস্ট চলার সময় লাঞ্চ বিরতিতে দেখা গেছে এমন ঘটনা। যার ভিভিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট টিম পেজ।

তবে আবিদ আলীর এমন কাজ প্রশংসা কুড়ালেও বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স মোটেই প্রশংসা করার মতো ছিল না ঢাকা টেস্টে। বৃষ্টির কারণে মোটে আড়াই দিনের মতো খেলা হওয়া ম্যাচে ইনিংস এবং ৮ রানে হেরেছে মুমিনুল হকের দল।

Advertisement

ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে বুধবার মধ্যরাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। কঠিন সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।

এমএমআর/জিকেএস