দেশজুড়ে

দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ সব মেয়েদের দখলে। এ বোর্ডে এবার পাসের হার ৯১.৫২ শতাংশ। যার মধ্যে মেয়েদের পাশের হার ৯১.৯৬ ভাগ এবং ছেলেদের পাশের হার ৯১.০৬ ভাগ। এতে করে দেখা য়ায় ছেলেরা দশমিক ৯০ শতাশ কম পাস করেছে।জিপিএ-৫ পাওয়া ১৯ হাজার ১৪৩ জনের মধ্যে ১০ হাজার ১৬১ জন মেয়ে ও ৮ হাজার ৯৮২ জন ছেলে। সে অনুযায়ী এবার ছেলেদের চেয়ে এক হাজার ১৭৯ জন মেয়ে জিপিএ ৫ বেশি পেয়েছে।   এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

Advertisement